পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা- ১৯

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা



পাতা: ১৯


আমরা শোকাহত

স্বাধীকারহারা ভাগ্যবঞ্চিত জুম্ম জনগণের
মুক্তি সংগ্রামে যে ছিল নিবেদিত প্রাণ,
 মৃত্যুহীন তারুণ্যের মহাশক্তিতে
 যে ভাঙতে চেয়েছিল জরাগ্রস্ত এ সমাজ,
সুবিধাবাদী পদলেহী দালালদের যে ঘৃণা করেছিল আজন্ম,
 অন্যায়-অত্যাচার আর নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে
যে ছিল বলিষ্ঠ প্রতিবাদ ----                                 
 মিছিলের চেনামুখ,
যার দৃপ্ত পদভারে কেঁপেছিল রাজপথ ----
সে একটি অগ্নি স্ফুলিঙ্গের নাম
সজীব খীসা। সে আজ আর আমাদের মাঝে নেই।

গত ১২ই জানুয়ারী ৯২ইং, শুক্রবার, রাত পৌনে বারটায় দিঘীনালার বাবুছড়া গ্রামে শচীন্দ্র লাল খীসাকে পুত্র শোকে মুহ্যমান করে সজীব খীসা ১৯ বছর বয়সে মৃত্যুর কোলে হারিয়ে যায়। সে খাগড়াছড়ি সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র।   তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন