পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা- ২৯ - ৩০

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা




পাতা: ২৯ - ৩০


বিশেষ প্রতিবেদন

পাহাড়ি বন্দীদের রীট আবেদন বিষয়ক
বিশেষ সংবাদ প্রতিবেদন

আইন সালিশী কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার আর্থিক সহায়তায় এ যাব ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক ৪২ জন পাহাড়ির জন্য মহামান্য হাই কোর্টে রীট আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিষ্টার আমীরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত Law Associates, Globe Chamber (2nd floor), 104 Motijheel Commercial Area, Dhaka-2, Bangladesh. Phone – 234098, 256294 এবং মোহাম্মদ নিজামুল হক নাসিম, এ্যাডভোকেট এর নেতৃত্বে পরিচালিত আর একটি আইনজীবী গোষ্ঠী এই পিটিশনে দরখাস্তকারীদের পক্ষে মামলা পরিচালনা করছেন। ঢাকায় অধ্যয়নরত পাহাড়ি ছাত্র-ছাত্রীরা দরখাস্তকারী হয়ে এই সমস্ত রীট পিটিশন দাখিল করেছেন। এ পর্যন্ত ২৬ জন বন্দীর আটকাদেশ মহামান্য হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন এবং সব কয়জন বন্দীর মুক্তির আদেশ মার্চ মাসের ৩১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও কারা কর্তৃপক্ষের বরাবরে মহামান্য হাইকোর্ট কর্তৃপক্ষ প্রেরণ করেছেন। তাদের নাম ও ঠিকানা এবং রীট পিটিশন নং নিম্নে দেয়া হল :

ক্রমিক নং         নাম            পিতার নাম                     ঠিকানা                       রীট পিটিশন নং
১।     দিল্লী মোহন চাকমা      রাজেশ্বর চাকমা               হাজাছড়ী পশ্চিম পাড়া, নানিয়াচর    ৩২৭৮/৯১          
২।     মনতোষ দেওয়ান       মোহিনী মোহন দেওয়ান       রাজা নগর, রাঙ্গুনিয়া                   ৩২৭৬/৯১            
৩।     মার্থন চাকমা                    ---                             ----                                ৩২৭৪/৯১           
৪।     অনিল বিকাশ চাকমা     মদন্যা চাকমা                গলাছড়ি, লংগদু                          ৩২৭৫/৯১           
৫।     শান্তিজয় চাকমা         সর কুমার চাকমা             দেবাছড়া, কাউখালি                   ৩৩৭৮/৯১            
৬।      চ¤পুমণি চাকমা       মোনিন্দ্র চাকমা                 কুলবাং, বরকল                          ৩৩৭৭/৯১           
৭।      কামিনী কুমার চাকমা  মৃত কালি কুমার চাকমা     ভাইবোনছড়া, বাঘাইছড়ি               ৩৩৭৯/৯১        
৮।      রমেশ চন্দ্র চাকমা       মৃত বগড়া চাকমা           ভঙ্গছড়া, মারিশ্যা                         ৩৩৮৭/৯১          
৯।      সংঘসুর চাকমা                ---                              ---                                 ৩৩৮০/৯১         
১০।     ইন্দ্র বিকাশ চাকমা      দিনো মোহন চাকমা       ইরুকিছড়া, রেইং খং                     ৩২৭৭/৯১          
১১।     পলাশ চাকমা                 ---                             ---                                  ৩১৫৪/৯১         
১২।     সাজাইমং মারমা        কংজপ্রু মারমা            কলোনা ইখ্যামুখ, কাপ্তাই                  ৩১৬০/৯১          
১৩।     রণজি তঞ্চঙ্গ্যা        কৈলাশ চন্দ্র তঞ্চঙ্গ্যা       বাশবুন্যা, রাঙ্গুনিয়া                         ৩১৬১/৯১         
 ১৪।    অমর সিন্দু চাকমা           ----                             ----                               ৩১৭৬/৯১           
১৫।     প্রবীন বিকাশ খীসা      মৃত, রাজেন্দ্র লাল খীসা        ---                                    ৩১৭৭/৯১           
১৬।     সুবোধ কুমার চাকমা     যুদ্ধধন চাকমা               সার্বোয়াতুলি                              ৩১৭৮/৯১        
১৭।     বিমল চাকমা              মজি- চাকমা                সেওয়াপাড়া, লক্ষীছড়ি                  ২০২/৯২        
১৮।     সুনীল চাকমা                ---                              ---                                   ২০৩/৯২         
১৯।     সুখেন চাকমা                ---                              ---                                    ২০৪/৯২          
২০।     অনিল কুমার চাকমা        ---                               ---                                   ২০৫/৯২           
২১।     অচিন্ত্য কুমার চাকমা      বানো রঞ্জন চাকমা           বড়াদাম, দিঘীনালা                    ৩১৮/৯২      
২২।     মংগল মোহন চাকমা      মৃত, কদম জয় চাকমা       থানাপাড়া, দিঘীনালা                   ৩১৯/৯২       
২৩।     সাধন চন্দ্র চাকমা          মৃত, মুনি চাকমা              তারাবনিয়া, দিঘীনালা                 ৩২০/৯২        
২৪।     জ্ঞান প্রদীপ চাকমা         দিনো মোহন চাকমা         থানাপাড়া, দিঘীনালা                  ৩২১/৯২         
২৫।     অজয় বিকাশ চাকমা       বারিবিন্দু চাকমা             থানাপাড়া, দিঘীনালা                  ৩২২/৯২         
২৬।     হৃদয় রঞ্জন চাকমা         মৃত চন্দ্র কিশোর চাকমা      পুকুর ঘাট, দিঘীনালা               ৩২৩/৯২ 

এদের মধ্যে ১৭/৩/৯২ইং সাধন চন্দ্র চাকমার রীট পিটিশন শুনানী চলাকালে সরকারী পদের বিজ্ঞ সহকারী এটর্নী জেনারেল আটক ব্যাক্তিকে মুক্তি দেয়া হয়েছে দাবী করলে মাননীয় বিচারপতি এই রীট পিটিশন ডিস্চার্জ করে দেন। সে কারণে সাধন চন্দ্র চাকমার মুক্তির আদেশ প্রেরণ করা হবে না। কাজেই সাধন চন্দ্র চাকমার মুক্তির ব্যাপারে জটিলতা দেখা দিলে তার নিকট আত্মীয়কে অতিসত্ত্বর ঢাকায় যোগাযোগ করে তার মুক্তির আদেশ নিয়ে যেতে তাগিদ দেয়া হয়েছে। তাছাড়া যাদের মুক্তির আদেশ মহামান্য হাইকোর্ট থেকে প্রেরণ করা হয়েছে অথচ (অন্য কোন মামলা না থাকলে) মুক্তির ব্যাপারে জটিলতা দেখা দিয়েছে, তাদের নিকট-আত্মীয়দেরকে তাক্ষণিকভাবে ঢাকায় এসে যোগাযোগ করার জন্য আইনজীবীরা তাগিদ দিয়েছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট আত্মীয়কে আইনজীবীর সাথে যোগাযোগে অপারগ হলে তাক্ষণিকভাবে ৩২০ পূর্ব জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা - অথবা ৪৭০ জগন্নাথ হল অক্টোবর স্মৃতি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া যাদের রীট পিটিশন মহামান্য হাইকোর্টে শুনানীর জন্য অপেক্ষায় আছে তাদের নাম ঠিকানা নিম্নে দেয়া হল :

ক্রমিক নং  নাম                 পিতার নাম                  ঠিকানা                      রীট পিটিশন নং              
১।     সুভাষ জ্যোতি চাকমা       অক্ষয় মুণি চাকমা        বাবুছড়া, দিঘীনালা             ৩৫৫/৯২                   
২।     নুতন নাগর চাকমা         মৃত, কালাচান চাকমা      বানছড়া, দিঘীনালা            ৩৫৬/৯২                    
৩।     অজিতেশ্বর চাকমা         প্রাণ কুমার চাকমা          রাঙ্গাপানিছড়া, দিঘীনালা      ৩৫৭/৯২                    
৪।     কৃপাচন্দ্র চাকমা            নাওমা চাকমা               বানছড়া, দিঘীনালা             ৩৫৮/৯২                    
৫।     পরিমল চাকমা             লালন চন্দ্র চাকমা          ৩১নং যৌথখামার, দিঘীনালা  ৩৫৯/৯২                    
৬।     বিনতা রঞ্জন চাকমা        মৃত পূর্ণমাসি চাকমা       ১নং যৌথখামার, দিঘীনালা    ৩৬০/৯২                  
৭।     অর্ধেন্দু বিকাশ চাকমা      বরুণ মোহন চাকমা        থানাপাড়া, দিঘীনালা          ৩৬১/৯২                
৮।     দেবসিন্দু চাকমা           তালুক চন্দ্র চাকমা           পুচগাং, পানছড়ি                                                    
৯।      কেহলা চাই মারমা         কৈ ইচাই মারমা           রক্তছড়ি, কাউখালি                                               
১০।    হৃদয় কুমার চাকমা       জয়ন্ত কুমার চাকমা        বেতছড়ি, খাগড়াছড়ি                                            
১১।     অযোধ্যা চাকমা          চন্দ্র মোহন চাকমা          হারুবিল, পানছড়ি                                                  
১২।    শশী রঞ্জন চাকমা         সত্যাধন চাকমা             বরকল                                                 
১৩।    ধীমান চাকমা             আদিত্য কুমার চাকমা       পশ্চিম জগনাতলী                                               
১৪।    চক্কুয়া চাকমা              গোপাল চন্দ্র চাকমা         মনারটেক                                                        
১৫।   ধনমুনি চাকমা              মৃত দিলীপ কুমার চাকমা   বড়াদাম, রাঙ্গামাটি


উপরোক্ত আটক ব্যাক্তিদের মধ্যে অজিতেশ্বর চাকমা ও কৃপাচন্দ্র চাকমাকে মুক্তি দেয়া হয়েছে বলে বিজ্ঞ সরকারী এটর্নী জেনারেল মহামান্য হাইকোর্টকে জানিয়েছেন। এরা ইতিমধ্যে মুক্তি না পেলে তার আত্মীয়কে অতিসত্বর ঢাকায় যোগাযোগ করার জন্য তাগিদ দেয়া হয়েছে। এই তাগিদ অন্যান্যদের ক্ষেত্রেও দেয়া হয়েছে। তাছাড়া যারা মুক্তি পেয়েছেন তাদেরকেও ঢাকায় অবগত করানোর অনুরোধ করা হয়েছে।               - প্রতিবেদক মিঃ অলীক।

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা- ৩১

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা


পাতা- ৩১


---------------------------------------------------

বিঝু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে

পাহাড়ি ছাত্র পরিষদের

শুভেচ্ছা বার্তা

মহান ঐতিহ্যবাহী বিঝুতে (সাংগ্রাই-বৈসু) আমরা পার্বত্য চট্টগ্রামের স্বাধিকারহারা নিপীড়িত-নির্যাতিত কন্ঠরুদ্ধ পাহাড়ি জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। এবারের বিঝু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে ৫০ হাজারের অধিক বাস্তুভিটাহারা হতভাগা মানুষের কথা, যারা বিঝু’র মতো একটি বড় উসব থেকে বঞ্চিত, যারা আত্মীয়-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ দেশে দুঃসহ দিনাতিপাত করছে। তাদের অনুপস্থিতিতে বিঝু উসবের আনন্দ অসম্পূর্ণ থেকে যাবে।

আমরা দুঃখ ও ক্ষোভের সাথে স্মরণ করছি - আমাদের অকুতোভয় অনেক সহযোদ্ধাদের, যারা বিনাদোষে অন্যায়ভাবে আটক হয়ে কারাগারে মুক্তির প্রহর গুনছে। তাদের অনুপস্থিতিতেও আমাদের বিঝু উসবের আনন্দ ম্লান হয়ে যাবে। আসলে এ বিঝুতে আনন্দ করার নয়। শপথ উচ্চারণ করার দিন। সে-ই দিনই বিঝুর সার্থক আনন্দ হবে - যেদিন স্বাধিকারহারা মানুষ তাদের অধিকার ফিরে পাবে।

তবুও এ বিঝু মানুষের জন্য কিছুটা হলেও আশা বয়ে আনুক - এই শুভ কামনায়।

কেন্দ্রীয় কমিটি
পাহাড়ি ছাত্র পরিষদ।
---------------------------------------------------------------------------------------------