পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা- ৩১

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা


পাতা- ৩১


---------------------------------------------------

বিঝু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে

পাহাড়ি ছাত্র পরিষদের

শুভেচ্ছা বার্তা

মহান ঐতিহ্যবাহী বিঝুতে (সাংগ্রাই-বৈসু) আমরা পার্বত্য চট্টগ্রামের স্বাধিকারহারা নিপীড়িত-নির্যাতিত কন্ঠরুদ্ধ পাহাড়ি জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। এবারের বিঝু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে ৫০ হাজারের অধিক বাস্তুভিটাহারা হতভাগা মানুষের কথা, যারা বিঝু’র মতো একটি বড় উসব থেকে বঞ্চিত, যারা আত্মীয়-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ দেশে দুঃসহ দিনাতিপাত করছে। তাদের অনুপস্থিতিতে বিঝু উসবের আনন্দ অসম্পূর্ণ থেকে যাবে।

আমরা দুঃখ ও ক্ষোভের সাথে স্মরণ করছি - আমাদের অকুতোভয় অনেক সহযোদ্ধাদের, যারা বিনাদোষে অন্যায়ভাবে আটক হয়ে কারাগারে মুক্তির প্রহর গুনছে। তাদের অনুপস্থিতিতেও আমাদের বিঝু উসবের আনন্দ ম্লান হয়ে যাবে। আসলে এ বিঝুতে আনন্দ করার নয়। শপথ উচ্চারণ করার দিন। সে-ই দিনই বিঝুর সার্থক আনন্দ হবে - যেদিন স্বাধিকারহারা মানুষ তাদের অধিকার ফিরে পাবে।

তবুও এ বিঝু মানুষের জন্য কিছুটা হলেও আশা বয়ে আনুক - এই শুভ কামনায়।

কেন্দ্রীয় কমিটি
পাহাড়ি ছাত্র পরিষদ।
---------------------------------------------------------------------------------------------




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন