পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৭ জুন, ২০১৮

স্যাটেলাইট


* বইটির পিডিএফ কপি পেতে ক্লিক করুন এখানে


স্যাটেলাইট

সম্পাদকীয় নোট:
হিল লিটারেচার ফোরামের পুরাতন প্রকাশনা স্যাটেলাইট আপলোড করা হলো। এটির একটি মাত্র সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৯৯২ সালের ৬ অক্টোবর, ফোরামের আগেকার প্রকাশনা রাডার নিষিদ্ধ হওয়ার পর।
স্যাটেলাইট এর এই একটি সংখ্যা প্রকাশের পরই সরকার তার পরবর্তী সকল সংখ্যা নিষিদ্ধ করে দেয়। ফলে এই নামে আর ফোরাম প্রকাশনা অব্যাহত রাখতে পারেনি।

এই সংখ্যার লেখাগুলোর মধ্যে দু'টি গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে। একটি হলো ‘স্বায়ত্তশাসন মনে কি বিচ্ছিন্নতাবাদ?’ দ্বিতীয়টি ‘সংরক্ষিত বনাঞ্চল গঠন: উচ্ছেদ নীতির এক নতুন কৌশল’। এছাড়া দৈনিক ভোরের কাগজ থেকে পুনঃমুদ্রিত সলিমুল্লাহ খানের ‘পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক সমাধান প্রসঙ্গে’ লেখাটি এখনও তার প্রাসঙ্গিকতা হারায়নি। এই নিবন্ধে তিনি ‘গণতন্ত্রের অন্যতম স্তম্ভ  জাতির আত্মনিয়ন্ত্রণ নীতির ভিত্তিতে’  পাহাড়ি জাতিগুলোর সাথে বাঙালি জাতির ‘সম্পর্ক পাতার’ আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, ‘১৯৭২ সনে শেখ মুজিবের কাছে মানবেন্দ্র লারমা যে চারটি মূল দাবি তুলে ধরেছিলেন সেগুলি স্বীকার করে নেয়াই ছিল বুদ্ধিমানের কাজ।’

পার্বত্য চট্টগ্রামের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনকে এক সময় শাসকগোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে অপপ্রচার চালিয়েছিল। তাদের সেই বক্তব্য খণ্ডন করতেই ‘স্বায়ত্তশাসন মানে কি বিচ্ছিন্নতাবাদ?’ প্রবন্ধটি লেখা হয়। অপরদিকে তকালীন বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত বনাঞ্চল গঠনের সিদ্দান্তকে জনগণের আন্দোলনের প্রেক্ষিত থেকে বিচার করা হয়েছে।

আশাকরি আজকের দিনের পাঠকরা স্যাটেলাইট পড়ে ৯০ দশকের আন্দোলনের উত্তাল দিনগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। ধন্যবাদ।