পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৩ মে, ২০১৮

রাডার লোগাং গণহত্যা সংখ্যা


* পিডিএফ কপি পেতে ক্লিক করুন এখানে


রাডার লোগাং গণহত্যা সংখ্যা

সম্পাদকীয় নোট
রাডারের লোগাং গণহত্যা সংখ্যা (চতুর্থ) আপলোড করা হলো। ১ জুন ১৯৯২ প্রকাশিত এই সংখ্যাই রাডার নামে হিল লিটারেচার ফোরামের সর্বশেষ প্রকাশনা, কারণ তকালীন সরকার এই সংখ্যার পরবর্তী সকল সংখ্যা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে হিল লিটারেচার ফোরাম স্যাটেলাইট নামে পরবর্তী প্রকাশনা বের করে, যা পরে এখানে আপলোড করা হবে।
রাডার ‘লোগাং গণহত্যা সংখ্যা ১৯৯২ সালের ১০ এপ্রিল সংঘটিত রোমহর্ষক লোগাং গণহত্যার পর প্রকাশিত হয়েছিল।
এই সংখ্যা পাঠে তকালীন পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে। সে সময় সরকার বিশেষত পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে পড়ে ওঠা গণ আন্দোলন দমনের জন্য জেল-জুলুম জারী রাখে এবং উগ্রসাম্প্রয়িক সেটলার সংগঠনগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এর পরিণতিতে রাঙ্গামাটি শহরে পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে  হামলা ও পাহাড়ি বসতিতে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। তখনকার এই বাস্তবতা রাডার অত্যন্ত বিশ্বস্ততার সাথে তুলে ধরতে সক্ষম হয়েছিল।
রাডারের পূর্বের সংখ্যাগুলোর মতো এই সংখ্যায়ও ভুল বানান সংশোধন করা হয়েছে। তারপরও কোথাও কোন ভুল চোখে পড়লে তা ধরিয়ে দেয়ার অনুরোধ থাকলো।
----------------