পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

জুম্মকণ্ঠ

* বইটির পিডিএফ কপি পেতে ক্লিক করুন এখানে


সম্পাদকীয় নোট:

হিল লিটারেচার ফোরামের পুরাতন প্রকাশনা ‘জুম্মকণ্ঠ’ অবশেষে আপলোড করা হলো। ফোরামের অপর দু’টি প্রকাশনা রাডার ও স্যাটেলাইট সরকার কর্তৃক পর পর নিষিদ্ধ হওয়ার পর এটি প্রকাশ করা হয়েছিল। এর একটি মাত্র সংখ্যা প্রকাশের পর আর ছাপা হয়নি। তবে হিল লিটারেচার ফোরামের সাথে জড়িতরা পার্বত্য চট্টগ্রামের অন্য সংগঠনের সাথে যুক্ত থেকে তাদের প্রকাশনার কাজ চালিয়ে যান।

“হিল লিটারেচার” নামে হিল লিটারেচার ফোরাম থেকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি প্রকাশনাও ছাপা হয়েছিল। তবে এটিও একটি মাত্র সংখ্যা প্রকাশের পর বন্ধ হয়ে যায়। এই সংখ্যাটিও পরবর্তীতে এখানে তুলে দেয়ার চেষ্টা করা হবে।

মূলত: হিল লিটারেচার ফোরামের পুরাতন প্রকাশনাগুলো ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে সহজলভ্য করে দেয়ার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ।

আশাকরি গত শতকের ৯০ দশকে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে বর্তমান প্রজন্মকে হিল লিটারেচার ফোরামের প্রকাশনাগুলো কিছুটা হলেও সাহায্য করবে।

আমাদের উদ্যোগ ও প্রকাশনাগুলো সম্পর্কে কোন মতামত, সমালোচনা ও পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ থাকলো।

২৬ নভেম্বর ২০২১