পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

রাডার রাহুমুক্তি সংখ্যা


* পিডিএফ কপি পেতে ক্লিক করুন এখানে



রাডারের রাহুমুক্তি সংখ্যা সম্পর্কে দু'টি কথা

রাডার পত্রিকার রাহুমুক্তি সংখ্যা আপলোড করা হলোনব্বইয়ের ছাত্র-গণআন্দোলনে সামরিক স্বৈরশাসক এরশাদের পতনের পর রাডারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে এটি প্রথম প্রকাশ করা হয়এই সংখ্যায় যারা লিখেছেন তাদের মধ্যে প্রসিত বি. খীসা ছাড়া বাকিরা সবাই ছদ্মনাম ব্যবহার করেছেননিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম এখনো গোপন রাখা হলোএকই কারণে কম্পোজ ও মুদ্রণসহ যারা বিভিন্নভাবে রাডার প্রকাশে সহযোগিতা করেছেন তাদের নামও প্রকাশ করা হলো নাপরবর্তীতে পরিস্থিতির অনুমোদন সাপেক্ষে তাদের পরিচয় সবার কাছে তুলে ধরা হবে

রাডার প্রকাশনার সাথে যারা জড়িত ছিলেন তারা তখন সবাই বয়সে ও অভিজ্ঞতায় নতুনফলতঃ লেখায় অনেক বানান ভুল রয়ে গেছেএখানে সেগুলো সংশোধনের চেষ্টা করা হয়েছেআর পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাগুলোর "জুম্ম" পরিচয় সে সময় বাংলায় "পাহাড়ী" লেখা হতোপ্রখ্যাত কথা সাহিত্যিক প্রয়াত আখতারুজ্জামান ইলিয়াস এই বানানকে অশুদ্ধ বলে মন্তব্য করেছেন এবং দীর্ঘ "ঈ" কারের পরিবর্তে "ই"কার ব্যবহারের পরামর্শ দেনএখানে তাই করা হয়েছেআর "বাঙালী" বানান পরিবর্তন করে ''-কার দিয়ে "বাঙালি" লেখা হয়েছেএছাড়া বাদ বাকি সব কিছু আগের মতো রাখা হয়েছেযদি এ সম্পর্কে কোন মতামত, পরামর্শ বা সমালোচনা থাকে তাহলে আমাদেরকে লিখে জানানোর অনুরোধ থাকলোআমাদের ইমেইল ঠিকানা : radarcht@gmail.com